অনুভূতি ব্যক্তকরণ, মহান স্রষ্টার কৃতজ্ঞতার
বহিঃপ্রকাশের নামান্তর।
‘দৈনিক অধিকার’-এর বিশেষ আয়োজন, সমকালীন প্রসেঙ্গ ইসলাম।
হজ্জের
ধারাবাহিক আলোচনা ; ‘‘সুন্নাহ মোতাবেক হজ্জ আদায়ের
পদ্ধতি’’।
আজ ২৭ জুলাই ২০১৯ ইং
বিকালে রেকর্ড করা হলো, আমি গুনাহগারের রুঢ়, রুক্ষ ও কর্কশ ভাষার নিন্দিত ও বিক্ষিপ্ত কিছু বাক্যালাপ সমূহঃ
কৃজ্ঞতা জ্ঞাপন করছি মহান স্রষ্টার প্রতি যিনি আমাকে এ
প্রোগ্রামে অংশ গ্রহণের সুযোগ দিয়েছেন ‘‘আল-হামদুলিল্লাহ’’।
ধন্যবাদ জ্ঞাপন করি ‘বিভাগীয় সম্পাদক, শাইখ মুনীরুল ইসলাম ইবনু যাকির’ ও অনুষ্ঠান সঞ্চলনকারী মুহতারামকে যারা,
কংকটাকীর্ণ, বিপদ সঙ্কল, পিচ্ছিল ঘিরি
পথে চলা সহজলব্য করতে দু”সাধ্যতার লাঘব করেছেন। সুতরাং ‘যাযাকাল্লাহু
খাইরান’।
‘দৈনিক অধিকার’
কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই এবং এর উত্তর উত্তর সমৃদ্ধি ও কর্মপরিধির, ব্যাপকতার পাশাপাশি পরকালীন জীবনে, এহেন
কার্যকলাপের বিনিময়ে, মহান আল্লাহ সুবহানাহু তা‘আলার সন্তুষ্টি অর্জন, উত্তম প্রতিদান, চির মুক্তি ও শান্তির স্থান জান্নাত প্রাপ্তির দু‘আ করছি।
No comments:
Post a Comment