বিসমিল্লাহির রাহমানির রাহীম
আল-কুরআনের মুক্তাতুল্য রত্মবাণীর চুম্বাকাংশঃ
রচনা, সংগ্রহ ও সঞ্চয়নে : মুফতি আব্দুস সালাম হুসাইন আলী
০১. আল্লাহই মু’মিনদের অভিভাবক :
﴿اَللهُ
وَلِىُّ الَّذِينَ ءَامَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمٰتِ إِلَى النُّورِ﴾
‘আল্লাহই হচ্ছেন মু’মিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার হতে আলোর
দিকে নিয়ে যান। [সূরা বাক্বারা : ২৫৭]।
০২. নারী বা পুরুষ যারা ঈমান আনবে ও সৎ কর্ম করবে
তারাই মু’মিন ও জান্নাতী :
﴿وَمَن
يَعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ مِن ذَكَرٍ أَوْ أُنثٰى وَهُوَ مُؤْمِنٌ فَأُولٰٓئِكَ يَدْخُلُونَ
الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا﴾
আর পুরুষই হোক অথবা নারীই হোক, যারাই বিশ্বাসী
হয়ে সৎকাজ করবে, তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি (খেজুরের আঁটির পিঠে) বিন্দু পরিমাণও
যুলুম করা হবে না’। [সূরা নিসা : ১২৪]।
০৩. যে ঈমান আনবে ও সৎকাজ করবে তার জন্য রয়েছে পুরস্কার
:
﴿مَنْ
ءَامَنَ بِاللهِ وَالْيَوْمِ الْءَاخِرِ وَعَمِلَ صٰلِحًا فَلَهُمْ أَجْرُهُمْ
عِندَ رَبِّهِمْ﴾
‘যে আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করে
ও সৎকাজ করে, তার জন্য তার প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার’। [সূরা বাক্বারা : ৬২]।
০৪. কল্যাণ ও আত্ম সংযমতায় পরস্পরকে সাহায্য করা
:
﴿وَتَعَاوَنُوا
عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى ۖ وَلَا
تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوٰنِ﴾
‘সৎ কাজ করতে ও সংযমী হতে তোমরা পরস্পরকে
সাহায্য কর। তবে পাপ ও শক্রতার ব্যাপারে তোমরা
একে অপরকে সাহায্য করনা’। [সূরা মায়িদা : ০২]।
০৫. আল্লাহ ধৈর্য্যধারণকারীদের সাথে রয়েছেন :
﴿يٰٓأَيُّهَا
الَّذِينَ ءَامَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ ۚ إِنَّ اللهَ مَعَ الصّٰبِرِينَ﴾
‘হে বিশ্বাস স্থাপনকারীগণ! তোমরা ধৈর্য
ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর; নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলগণের সাথে
আছেন’। [সূরা বাক্বারা : ১৫৩]।
No comments:
Post a Comment