Sunday, 27 October 2019

তারিক বিন যিয়াদ (রাহি.) এবং তার ঐতিহাসিক ভাষণঃ


বিসমিল্লাহির রাহমানির রাহীম
ইসলামী অকুতোভয় বিপ্লবী বীর সেনানী, সুদক্ষ, চৌকস যোদ্ধা, যুদ্ধ বিদ্যায় পারদর্শী ও বাকপটু, সফল সমর ও রাষ্ট্রনায়ক, অদম্য দূর্জয় দ্বিকবিজয়ী, স্পেন বিজেতা, সফল রাষ্ট্রপতি ও শাসক ; 
তারিক বিন যিয়াদ (রাহি.) এবং তার ঐতিহাসিক ভাষণঃ
সংকলনে : আব্দুস সালাম হুসাইন আলী

০১. ভূমিকা / অবতরণিকাঃ
মুসলিম জাতির নৈতিক অবক্ষয়ের এই যুগে উম্মতের একজন তারিক বিন যিয়াদের খুবই দরকারযার নেতৃত্বে মুসলিম উম্মাহর হারানো অধিকার আবার পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে এবং যার সুবাতাস সর্বত্রই বয়বে। জাতি ফিরে পাবে হারানো অধিকার।

০২. স্মৃতিচারণঃ
৭১১ খ্রিষ্টাব্দে (রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের মাত্র ৮০ বছরের মাথায়) আফ্রিকার পশ্চিমাঞ্চল বিজয় শেষে সেনাপতি তারিক বিন যিয়াদ মরক্কোর উপকূল থেকে জাহাজ বোঝাই সৈন্য নিয়ে পৌঁছে গেলেন স্পেনের তটরেখায়ভূমধ্যসাগরের যে প্রনালির নাম আজ জিব্রালটার প্রনালি এটিই স্পেনের উপকূলীয় পর্বতমালার আরবী নাম জাবাল আত-তারিকএর বিবর্তিত রূপমুসলিমরাই প্রনালি ও পর্বতের নাম দিয়েছিলেন জাবালুত-তারিক বা সেনাপতি তারিকের পর্বতমালা
  
০৩. বিদেশ বিভুয়ে রণ ভ্রমণঃ
প্রায় দেড়হাজার বছর আগের সে হস্তনির্মিত পালের জাহাজ নিয়ে সেনাপতি তারিক যেদিন সেই বিদেশ বিভুয়ে পৌঁছুলেন সেদিন ইতিহাস এক বিস্ময়কর নজিরবিহীন দৃশ্য দেখার সুযোগ পেয়েছিলোতারিক তাঁর সৈন্যদের নির্দেশ দিলেন, তোমাদের সকল নৌযান তীরে তুলে এনে আগুনে জ্বালিয়ে দাওকেননা, আমরা ইউরোপ থেকে ফিরে যাব বলে আসিনিহয় তোমরা দুর্ধর্ষ রডারিক বাহিনীর সাথে যুদ্ধ করে এ ভূখণ্ড দখল করবে নয়ত বীরের মত জীবন দান করবেবিকল্প কোন পথ আমরা খোলা রাখতে চাই নাএক পর্যায়ে তাঁর নির্দেশে মুসলিম বাহিনীর সকল জাহাজ জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়

০৪. আরবি সাহিত্য, নাহু-সরফ ও বালাগাত (অলঙ্কারশাস্ত্র)-এর সুনৈপণ্য সমৃদ্ধ ঐতিহাসিক ভাষণঃ
আরবী সাহিত্যের ইতিহাসে কেবল নয়, বিশ্বসাহিত্যের ইতিহাসেও যুদ্ধক্ষেত্রে প্রদত্ত সেনাপতির ঐতিহাসিক ভাষণ সংগ্রহে সেনাপতি তারিকের সেদিনকার সে অগ্নিক্ষরা যুগান্তকারী ভাষণ চিরদিনের জন্য স্থান করে নিয়েছে
أيها الناس، أين المَفَرُّ؟ البحرُ من ورائكم، والعدوُّ أمامَكم، وليس لكم واللَّهِ إلا الصدقُ والصَبْرُ، واعلموا أنكم في هذه الجزيرة أَضْيَعُ من الأيتام في مَأْدُبَةِ اللِّئام، وقد اسْتَقْبَلَكم عدوّكم بِجَيْشِهِ وأَسْلِحَتِهِ، وأَقْواتُه موفورةٌ ، وأنتم لا وَزَرَ لكم إلا سيوفُكم ولا أقواتَ إلا ما تَسْتَخْلِصُونَه من أيدِي عدوِّكم، وإِن امْتَدِّتْ بكم الأيامُ على افتقارِكم ولم تُنْجِزوا لكم أمراً ذهبتْ رِيحُكم، وتَعَوّضَتِ القلوبُ من رُعْبِها منكم الجَرَاءَةَ عليكم، فادفعوا عن أنفسكم خُذْلانَ هذه العاقبة من أمركم بِمُنَاجَزَةِ هذا الطاغية.
হে বাহাদুর যুবক ভাই, বন্ধু ও যোদ্ধাগণ! তোমরা কোথায় পালাবে? পিছু হটবার ও পলায়ন করার কোন সুযোগ নেই কেননা সমুদ্র তোমাদের পিছনে মৃত্যুক্ষুধা নিয়ে অপেক্ষমান, সামনে তোমাদের দুর্ধর্ষ শত্রু সৈন্যদল। আল্লাহর শপথ! সততা ও ধৈর্য্য ধারণ ব্যতীত তোমাদের কোন গন্তব্য নেই তথা ; বীর দর্পনে যুদ্ধ করে বিজয় লাভ করা অথবা শাহাদাতের অমৃত শুধা পান করা ব্যতীরেকে তৃতীয় কোন পথ অবশিষ্ট নেই জেনে রাখ! তোমরা এই দ্বীপে ঐ সব এতিমদের হারিয়েছ যাদের সাথে তোমরা একই খাদ্যের টেবিলে বসে দয়া-মায়াহীন লোভী মালিকদের সাথে বসে খাদ্য গ্রহণ করতে। আর অবশ্যই তোমাদের শত্রুবাহিনী তোমাদেরকে যুদ্ধাস্ত্র ও সৈন্য দ্বারা হাতছানি দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। যারা সংখ্যায় অগণিত, যারা জনবল, অস্ত্রবল ও বাহুবলে পরিপূর্ণ বলিয়ান ও শক্তিমান। আর তোমরা হচ্ছ রিক্তহস্ত ও নিঃস্ব শুধুমাত্র শ্বাণিত তরবারী ব্যতিরেকে অন্য কোন কিছুই নেই। আর তোমরা যদি দিনের পর দিন অপেক্ষার প্রহরকে দীর্ঘায়ীত কর তাহলে নিঃস্ব হয়ে যাবে কিন্তু ফলস্বরূপ কার্যকারী ও ভাল কোন ফলাফল পাবে না বরং সর্বস্ব ক্ষুয়ে ফেলবে। আর তোমাদের মন ও অন্তরের ধী শক্তি ও সাহস লোপ পাবে তাদের অস্ত্র ও সংখ্যাধিক্তার কারণে অন্তরে ভয় নামক অপদার্থ এনথ্রাক্স জেঁকে বসবে। সুতরাং তোমরা তোমাদের সর্ব শক্তি প্রয়োগ করে জান ও মাল উৎসর্গ করে শত্রুর উপর ঝাপিয়ে পড় এই বিরুদ্ধচারণকারী, অত্যাচারিত, অভিশপ্ত ও ঘৃণিত কীটদের মোকাবেলায়। অর্থাৎ তোমারা বেচে থাকতে পারবে যদি শত্রুর হাত থেকে নিজেদের জীবনকে ছিনিয়ে আনতে পারভেবোনা আমি তোমাদের সাথে থাকবো নাআমিই সবার সামনে থাকব, এবং আমার বাচার সম্ভাবনাই সবচেয়ে ক্ষীন।"

০৫. রোমাঞ্চকর উপলদ্ধিঃ
এরপর অন্তত আধঘণ্টাব্যাপি ভাষণে তিনি অনেক মৌলিক বিষয়ের অবতারনা করেন যে যুদ্ধের শুরুই হয় এইরূপ ভাষণ দ্বারা, আল্লাহর উপর এত বিশ্বাস আর তাওয়াক্কুল দ্বারা, সেই যুদ্ধে কিভাবে কেউ পরাজিত হতে পারে? আর তাই সেনাপতি তারিকের সেই দল এর বিজয় কাহিনী আজও আমাদের রোমাঞ্চিত করে তুলেএর ফলে গোটা স্পেন সহ ফ্রান্সের বিশাল এলাকা নিজেদের কব্জায় নিয়ে নেয়স্পেন ও ফ্রান্সের জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়গড়ে তুলেন আধুনিক স্পেন যার আরবী নাম আল-আন্দালুস মুসলিম আন্দালুসিয়া

০৬. পরিসংহারঃ
হে আল্লাহ! আমাদের এই যামানায় ঐ রকম উদ্ধারকারী, সাহায্যকারী প্রেরণ কর এবং নির্যাতিত মাজলুম মানবতাকে সাহায্য কর, আমীন।

০৭. তথ্যসূত্রঃ
১. নাফহুত ত্বাইয়্যিব লিলমাক্কারী (نفح الطيب للمَقَّري) ১/২৪০।
২. জামহুরাতু খুতাবুল ‘আরব (جمهرة خُطب العرب) ১/৩১৪।
৩. উইকিপিডিয়া ; ইন্টারনেটভিত্তিক বিশ্বকোষ
৪. Encyclopedia of World History.
৫. ইসলামের স্বর্ণালী যুগের রক্তাক্ত ইতিহাস ও
৬. অন্যান্য গ্রন্থসমগ্র।

1 comment: